প্রকাশ: ৫ নভেম্বর ২০২০, ২১:৪৩
বরিশালের হিজলা উপজেলার আফসার উদ্দিন ফাজিল মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবন নির্মাণের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ।বৃহস্পতিবার ৫ নভেম্বর দুপুরে ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে মাদ্রাসা প্রাঙ্গণে একটি পথসভা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু , উপজেলা প্রকৌশলী মোঃ তুহিন সরকার,গুয়াবাড়িয়া,বড়জালিয়া, হিজলা গৌরব্দী, মেমানিয়ার ইউপি চেয়ারম্যানগণ সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।