লালপুরে একদিনে নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৫ই নভেম্বর ২০২০ ১২:৪১ অপরাহ্ন
লালপুরে একদিনে নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত

স্বাস্থ্যবিধি না মানায় নাটোরের লালপুরে আবারো নতুন করে ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার  (০৫ নভেম্বর) সকালে লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান,‘গত ৩ নভেম্বর ৬০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠনো হয়েছিলো এর মধ্যে বুধবার ৪ নভেম্বর ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

তিনি আরো জানায়,‘এ পর্যন্ত উপজেলায় সর্বমোট ১৩৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত এর মধ্যে ১২৩ জন কারোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছে ও ১ জনের মৃত্যু হয়েছে। তবে স্বাস্থ্যবিধি না মানায় উপজেলায় নতুন করে করোনা ভাইরাসের সংক্রামণ ছরিয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন তিনি।’লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি জানান,‘নতুন করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই জন্য করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সঙ্গে মিটিং হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতাবৃদ্ধিসহ সামাজিক দুরত্ব ও মাক্স পড়া নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচলানা করা হবে বলে জানান তিনি।’