প্রকাশ: ৪ নভেম্বর ২০২০, ২:৪৭
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্রসহ নুর মোহাম্মদ (২০) নামের এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে ১৫ আনসার ব্যাটালিয়নের সদস্যরা।মঙ্গলবার (৩ নভেম্বর)দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সে নিবন্ধিত কুতুপালং ক্যাম্পের জি-ব্লকের বাসিন্দা রোহিঙ্গা সৈয়েদুল আমিনের ছেলে নুর মোহাম্মদ (২০)।১৫ আনসার ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার রুবেল হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামি ও অস্ত্রসহ ১৪ এপিবিএনের কাছে হস্তান্তর করা হয়েছে।