ভূঞাপুরে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ভূঞাপুর সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি।বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২ টায় ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীনের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়টি টাঙ্গাইলের যমুনা নদীর পূর্ব পাড়ে ভূঞাপুর অংশে স্থাপন করার দাবি জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক পৌর মেয়র মো. মাসুদুল হক মাসুদ, সদস্য সচিব গোলাম রব্বানী রতন, সাংস্কৃতি সম্মিলিত জোটের সভাপতি নিখিল চন্দ্র বসাক, সম্পাদক জলিল আকন্দ, প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামানিক, সম্পাদক আব্দুর রাজ্জাক, স্থানীয় সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।