প্রকাশ: ৪ নভেম্বর ২০২০, ২২:২০
বগুড়ার শেরপুরে প্রায় ৩’শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী সাহেব আলী(৩৬) ও আজিজুল হক(২৪)কে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছে বগুড়া র্যাব-১২ এর সদস্যরা।৩ নভেম্বর মঙ্গলবার দুপুর অনুমান দেড়টার দিকে শেরপুর উপজেলা ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়িদহ (দশমাইল) এলাকা থেকে মাদক ব্যবসায়ীদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতার সাহেব আলী নন্দীগ্রাম উপজেলার কালাইচাপড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে ও আজিজুল হক একই উপজেলার বিশা(পশ্চিমপাড়া) গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের দশমাইল বাসস্ট্যান্ড এলাকায় একটি বস্ত্র বিতানের সামনে ৩ নভেম্বর মঙ্গলবার দুপুর অনুমান দেড়টার দিকে মাদক ব্যবসায়ী সাহেব আলী ও আজিজুল হক একটি মোটর সাইকেল নিয়ে অবস্থান করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব-১২ এর সদস্যরা ঘটনাস্থলে পৌছি ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে প্রায় ৩’শ পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি পালসার মোটর সাইকেল উদ্ধার করে। পরে ওইদিন রাতেই গ্রেফতারকৃত বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দিয়ে শেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বলে থানাসুত্রে জানা গেছে।এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা গ্রহন করে জেল হাজতে পাঠানো হয়েছে।