প্রকাশ: ৩ নভেম্বর ২০২০, ৪:৫০
আজব ব্যপার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল ঢাকা- সিলেট হাইওয়ে রোড়ে পাশে শাহবাজপুর দীঘির দক্ষিণ পাড়া ফজর আলীর বাড়ির সামনে সবুজ প্রকল্প খালের মাঝে হাত ছাড়া পা - নিয়ে দীর্ঘ বছর ধরে দাঁড়িয়ে আছে ব্রীজটি জনগণের কোন কাজেই আসছেনা। কিন্তু তাতে মানুষের পারাপারে কোনও লাভ হয়নি।এই খাল পারাপারে ব্রীজ থাকলেও নেই সংযোগ সড়ক। তাই ব্রীজ আছে, রাস্তা নেই। দেখার ও কেউ -নেই? এদিকে মিলছেনা নির্মিত ব্রীজের সংলিষ্ট অফিসের খুঁজ -!
সরেজমিনে গিয়ে দেখা যায়, লম্বা খালের উপর নির্মাণ করা হয়েছে ব্রীজটি। সরাইল-আশুগঞ্জ সবুজ প্রকল্পে খাল শাহবাজপুর ইউনিয়নে গিয়ে মিলেছে। তবে কত টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে ব্রীজটি তা জানা যায়নি। অবাক কান্ড অনেকের সাথে কথা হলে তারা এমন করে বলেন, বলতে পারেন না,কে বা কেন, ব্রীজটি নির্মাণ করেছেন।জেলা বা উপজেলার অফিসে যোগাযোগ করা হলে একইভাবে উওর পাওয়া গেল ' জানি না? স্থানীয় সাবেক ইউপি সদস্য শেখ শাহিদ মিয়া বলেন,এই জায়গাতে কোন ব্রীজ এর প্রয়োজন ছিল না অযথা সরকারি অর্থ ব্যয় করা হয়েছে।
এ ব্রীজের ব্যপারে শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাজিব আহমেদ রাজ্জি সাথে কথা হলে সে এ প্রতিনিধি কে বলেন, ব্রীজটি অনেক বছর হয়েছে করেছে। কেন করলো কোন কারণে করল কিছুই জানিনা। তবে দেখতেছি এ ভাবে ব্রীজটি হাত ছাড়া পায়ে দাঁড়িয়ে আছে। অর্থ ব্যয় করে ব্রীজটি নির্মিণ করেছে কোন কাজে আসে নাই। এ ব্যাপারে সরাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন,শাহবাজপুর খালের উপর হালি ব্রীজটি দেখেছি। তবে এটি আমাদের অফিসের না।
সরাইল উপজেলা এলজিইডি প্রকৌশলী নিলুফার ইয়াসমিন বলেন, খুঁজ নিয়ে দেখবো। এমন ব্রীজ আমাদের আছে কি না জানিনা।ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস বলেন, এ ব্যপারে জানি না। তবে আমি খুঁজ নিয়ে দেখবাে।সরাইল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা এ প্রতিনিধিকে বলেন, ব্রীজের দুপাশে রাস্তা নেই।খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।