প্রকাশ: ৩ নভেম্বর ২০২০, ২:২৭
ভোলার বোরহানউদ্দিনে শোকাহ জেলা হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ওই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দারের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহচর ও মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও এএইচ এম কামরুজ্জামানের জীবন ও কর্মের উপর আলোচনা করেন,
উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ,এন,এম আবদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ,ছাত্রীগ সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। ওই সময় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে চার নেতার আতœার শান্তি ও দেশ-জাতীর শান্তি কামনা করে দোয়া মোনাত পরিচালনা করেন পৌর শহর মসজিদের খতিব মাও. মো. মিজানুর রহমান।