প্রকাশ: ৩ নভেম্বর ২০২০, ২:১০
দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক গোবিন্দ কুমার সরকার করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন রংপুর করোনা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় পরলোক গমন করেছেন।তার মৃত্যুতে হাকিমপুর মহিলা কলেজের গভনিং বডির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন,
পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, মহিলা কলেজের উপাধ্যক্ষ মামুনুর রশীদ আজাদ, হাকিমপুর প্রেসকøাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ শিক্ষক/শিক্ষিকা গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।