প্রকাশ: ৩ নভেম্বর ২০২০, ১৭:২২
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি। এসময় জিকক্স টিভি নামে কথিত অনলাইনের লগো সম্বলিত স্টিকার লাগানো একটি জীপ গাড়ি জব্দ করা হয়। কথিত অনলাইনটি ঈদগাহ ভিত্তিক পরিচালিত হয়ে আসছে।রোববার রাতে মরিচ্যা যৌথ চেকপোষ্টে কক্সবাজারগামী একটি ল্যান্ডক্রুজার গাড়ীতে তল্লাশীকালে এ ঘটনা ঘটে।
আটক যুবক কক্সবাজার শহরের পশ্চিম পাহাড়তলী এলাকার আনোয়ার হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২৩)।বিজিবি সূত্রে জানা যায়, টেকনাফ থেকে একটি প্রাইভেট ল্যান্ড ক্রুজার গাড়ী ইয়াবা নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যদের সন্দেহ হলে গাড়িটি তল্লাশী করেন। গাড়ী নং-চট্টমেট্টো-ল-০১৪। এ সময় গাড়ীর ভেতরে লুকিয়ে রাখা কাপড়ে মোড়ানো ৫ হাজার ৯৫০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে ফয়সাল নামে ওই যুবককেও আটক করা হয়।