কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।সোমবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের সময় উখিয়াস্থ এনএসআই এর একটি টিম কুতুপালং বাজারে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই মাদক কারবারিকে আটক করে। আটক মোহাম্মদ শাহ জাহান (৫৫) হলদিয়া পালং ইউনিয়নের জুলার পাড়া গ্রামের মীর আহমদের ছেলে বলে নিশ্চিত করেছেন এনএসআই’র যুগ্ন-পরিচালক কক্সবাজার (দক্ষিণ)।
শাহজাহান দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। সোমবার ১০ হাজার পিস ইয়াবা বিক্রি করার উদ্দেশ্যে যাওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।