লালমনিরহাটে কোরআন অবমাননার বিতর্কিত অভিযোগে সহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি। নিহত জুয়েল রংপুর কারমাইকেল কলেজের সাবেক মেধাবী শিক্ষার্থী। তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার বন্ধুরা। পৈশাচিক এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও হত্যাকান্ডে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন সমিতির নেতৃবৃন্দ।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক রকিবুস সুলতান মানিক, সমাজ কল্যাণ সম্পাদক রোমেল এমএ কবির এবং মিজানুর রহমান তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।নিহত জুয়েল নীতিবান ও ধার্মিক ছিলেন। মানসিক অসুস্থততার কারনে তিনি রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এবং কলেজের লাইব্রেরিয়ানের চাকরি হারান। তারপর থেকেই হতাশাগ্রস্থ ছিলেন তিনি। নৃশংস এই হত্যাকান্ডে জুয়েলের পরিবার, স্বজন এবং বন্ধুরা বাকরুদ্ধ। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির নেতৃবৃন্দ।