প্রকাশ: ২ নভেম্বর ২০২০, ২৩:৫৭
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শহিদুন্নবী জুয়েলকে হত্যা ও তার লাশ পোড়ানোর ঘটনায় করা তিন মামলায় আরো পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। এদিন গ্রেপ্তারকৃতদের মধ্যে বুড়িমারী মসজিদের খাদেম জোবেদ আলীও (৬১) রয়েছে। এ নিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হলো।সোমবার সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ওসি ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে প্রথম দফায় পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে নেয় পুলিশ।
সোমবার আরো পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে প্রথম দফায় গ্রেপ্তার পাঁচজনকে হত্যা মামলায় পাঁচ দিন করে রিমান্ড আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পরিদর্শক মাহমুদুন্নবী। আদালত সোমবার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করে গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।দ্বিতীয় দফায় গ্রেপ্তার খাদেমসহ পাঁচজনকে সোমবার বিকেলে আদালতে ওঠানো হতে পারে বলে জানা গেছে।
একই ঘটনায় পুলিশের ওপর হামলার ঘটনায় পাটগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী ও ইউনিয়ন পরিষদ ভাঙচুরের অভিযোগে অপর একটি মামলা করেন বুড়িমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত। বহুল আলোচিত তিনটি মামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। এ তিন মামলায় দুই দফায় মসজিদের খাদেমসহ ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে হামলার ঘটনা ঘটে।