প্রকাশ: ২ নভেম্বর ২০২০, ২৩:৪৬
দিনাজপুরের হিলিতে পানিতে ডুবে সাকিম হোসেন (৪ বছর বয়সী) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ছাতনী বিলপাড়া গ্রামের মোস্তাক হোসেনের ছেলে। সোমবার ২ নভেম্বর দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের দাদা মমিন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান,দুপুরে শিশুটি বাড়ির সামনে অবস্থিত একটি পুকুর সংলগ্ন ফাঁকা জায়গায় খেলা করছিল। এরপর তাকে আর দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজা খুঁজি করতে থাকে। এরই এক পর্যায়ে শিশুটি ওই পুকুরের পানিতে ভাসতে দেখেন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্র্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।