সুন্দর পরিবেশ নষ্ট করে একটি মহল দেশে সংঘাত সৃষ্টির পায়তাঁরা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বৈঠকে যুক্ত হন।
প্রধানমন্ত্রী বলেন, ষড়যন্ত্র সফল না হলেই একটি শ্রেণি সমালোচনামুখর হয়। উন্নয়নের গতি পছন্দ হয় না বলেই তারা দেশে সংঘাত সৃষ্টির অপচেষ্টা করছে। এভাবে চলতে পারে না।উস্কানিদাতাদের গ্রেপ্তার করলে তারা সরকারের বিরুদ্ধে বাক স্বাধীনতা হরণের অভিযোগ করে বলে মন্ত্রিসভার বৈঠকে জানান শেখ হাসিনা।