প্রকাশ: ২ নভেম্বর ২০২০, ১৯:৪২
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদ থেকে আনুমানিক ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপআজেলার পাটেশ্বরী ব্রিজের প্রায় দেড় কিঃ মিঃ দক্ষিণে দুধকুমার নদে ভাসমান অবস্থায় এক বৃদ্ধের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।পাটেশ্বরী ব্রিজ পাড় এলাকার বাসিন্দারা জানায়, রোববার ওই বৃদ্ধকে পাটেশ্বরী ব্রিজ পাড় এলাকায় দেখা গেছে। সে সময় বৃদ্ধ হোটেলে খাবার খেয়েছিলেন। স্থানীয়দের সাথে আলাপচারিতায় ওই বৃদ্ধ জানিয়েছিল তার নাম শমসের আলী।
বাড়ি নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে। স্থানীয়রা আরও জানান, ওই বৃদ্ধ বাড়ি ফিরে যেতে চাননি এবং রাতে তিনি মসজিদে অবস্থান করছিলেন। সকালে দুধকুমার নদে তাঁর লাশ ভাসতে দেখা যায়।ভূরুঙ্গামারী থানা ওসি মুহাঃ আতিয়ার রহমান জানান, ধারণা করা হচ্ছে উদ্ধার করা লাশটি শমসের আলীর। তার বাড়ি নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের জামতলা গ্রামে। বয়স আনুমানিক ৭৫ বছর। পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে।