প্রকাশ: ১ নভেম্বর ২০২০, ০:৬
ভোলার বোরহানউদ্দিনে “মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান” শীর্ষক শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা যুব-উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ওই দিবস পালিত হয়। দিনের কর্মসূচীর অংশ হিসেবে এক শত বেকার যুবকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান, মাহফুজা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান। এছাড়া শুণ্য থেকে শুরু করা যুব উদ্যোক্তাদেও মধ্যে তাঁদের সাফল্যেও কথা তুলে ধরেন, আমজাদ খান, তানিয়া বেগম, সায়মুন কাজী, মেসলেহউদ্দিন ও যুব সংগঠক ইসমাইল হোসেন। এরপর অতিথিগণ যুব উন্নয়ন আয়োজিত বিভিন্ন কর্মশালায় অংশ নেয়া যুবকদের মাঝে সনদপত্র বিতরণ করেন।