প্রকাশ: ১ নভেম্বর ২০২০, ২২:৪১
আজ সকাল থেকে বিভিন্ন মোড়ে মিছিলে মিছিলে স্লোগানে প্রধান প্রধান সড়ক উপজেলা চত্বরসহ ছিল মুখরিত।ব্রাহ্মণ বাড়িয়ার সরাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুসলিম বিদ্বেষী ফ্রান্স কর্তৃক বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে রোববার(১নভেম্বর) সকাল ১১টায় উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বর সহ বিক্ষোভ মিছিল হয়েছে।
পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আক্বাঈদে আহলে সুন্নাত ওয়াল জামা'আত সংরক্ষন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে হাজার হাজার আলেম ওলামা, মাদ্রাসা ছাত্র, শিক্ষক ও সরাইলের তৌহিদি জনতা সহ ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন। হাজার হাজার ছাত্র শিক্ষকের স্লোগানে মুখরিত ছিল অফিস পাড়া।