ঠাকুরগাঁও সদর উপজেলাধীন রুহিয়ায় পাওয়ার টিলার ও বাইসাইকেল সংঘর্ষে আব্দুল কুদ্দুস (৫৮) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।রবিবার (০১ নভেম্বর) সকালে উপজেলার পাটিয়াডাঙ্গী-রুহিয়া আঞ্চলিক সড়কের ঘনিবিষ্টপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষক ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের মৃত আব্দুল করিমের ছেলে।ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, আব্দুল কুদ্দুস আটোয়ারী উপজেলার আটোয়ারী নেছারিয়া সালেহিয়া দাখিল মাদ্রাসা শিক্ষকতা করতেন। রবিবার সকালে বাড়ি থেকে সাইকেল যোগে মাদ্রাসার উদ্দেশ্য যাচ্ছিলেন।
এসময় পাটিয়াডাঙ্গী-রুহিয়া আঞ্চলিক সড়কের ঘনিমহেষপুর এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পাওয়ার টিলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আব্দুল কুদ্দুস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।