দেশে পুলিশ বিভাগ, রেজিস্ট্রি অফিস ও এসিল্যান্ড অফিস এ তিনটি বিভাগ সুন্দর ভাবে সাধারণ জনগণকে কোন হয়রাণী ছাড়াই সেবা প্রদান করতে পারলেই বাঙালি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে অগ্রণী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন কমিউিনিটি পুলিশিং ডে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানের প্রধান অতিথি বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান (রিমন)।"মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র" এ স্লোগানকে সামনে রেখে বরগুনায় কমিউনিটি পুলিশিং ডে-২০ উদযাপন উপলক্ষ্যে শনিবার (৩১অক্টোবর) বেলা ১১ টার দিকে পুলিশ লাইন ড্রিল শেডে বরগুনা জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০ আলোচনা সভার আয়োজন করা হয়।
পুলিশ সুপার মো. মারুফ হোসেন পিপিএম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশ্রাফুল ইসলাম, আওয়ামীলীগ; বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবির, বরগুনা কমিউনিটি পুলিশিং ফোরাম'র সভাপতি আব্দুল মোতালেব মৃধা, বরগুনা সরকারি কলেজের স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম এর নুর-ই জান্নাত ইপ্তি।এছাড়া কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি দপ্তরের প্রধানগণ, পৌর মেয়রগণ, উপজেলা পরিষদ চেয়ারম্যানগণ, বরগুনা জেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্যে পুলিশ সুপার বলেন, জনসংখ্যার তুলনায় অতি কম সংখ্যক পুলিশ সদস্য থাকায় পুলিশ হেডকোয়ার্টার্স এর ম্যানুয়াল অনুযায়ী ৭০% স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে কমিউনিটি পুলিশিং গঠিত হয়েছে। যার ফলে ছোট-বড় অনেক সমস্যাই অতি সহজে সমাধান হচ্ছে। তাই সকল কমিউনিটি সদস্যদের একান্ত সহযোগিতা কামনা করেন তিনি।
ওপেন ফ্লোরে বক্তারা নিয়মিত কমিউনিটি পুলিশিং এর মাসিক মিটিং, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং তৈরি করে পুলিশের সাথে সরাসরি যোগাযোগ রাখার ব্যবস্থা করতে অনুরোধ করেন। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবক নিয়ে কমিউনিটি মিটিং এ অংশগ্রহন করলে সন্তানের সঠিকভাবে পথ চলতে অগ্রণী ভূমিকা রাখতে পারে বলে কমিউনিটি ও বিট পুলিশিং সদস্যরা মনে করেন। সেই সাথে ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি পুলিশিং কাউন্সিলিং এর ব্যবস্থা করলে সাধারণ জনগণ ও পুলিশের সাথে দুরত্ব কমে যাবে। সৃষ্টি হবে সুন্দর এক মনোরম পরিবেশ বেষ্টিত সমাজ।
সবশেষে কমিউনিটি পুলিশিং এ অগ্রণী ভূমিকা রাখায় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে নির্বাচিত সুখ রঞ্জন শীল ও বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সরজিৎ কুমার ঘোষকে সম্মাননা স্বারক ও ক্রেস্ট প্রদান করেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। করেনায় মৃত্যুবরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে আলেচনা সভার সমাপ্তি ঘোষণা করেন আলোচনা সভার সভাপতি। আলোচনা সভার স ালনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান ও জেলা বিশেষ শাখা ডিআইও-১ আলাউদ্দীন মিলন।