প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ২২:৩৭
"মুজিবর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র"এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় নাইক্ষ্যংছড়ি থানা'র উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত পালিত হয়েছে। উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শনিবার (৩১অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা'র চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়।থানা'র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ অালমগীর হোসেনের এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যন ও উপজেলা অাওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ।
এএসআই সেলিম জামান, এএসআই ফিরোজ অালম, এএসআই ফিরোজ উদ্দিন, এএসআই অাব্দুল মজিদ, এএসঅাই, মোশাররফ, এএসআই অাক্তার, এএসআই শহিদুল, এএসআই হারাধন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সহসভাপতি অাব্দুল হামিদ,সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর অালম কাজল, অর্থ সম্পাদক অামিনুল ইসলাম( অামিন) দপ্তর ও প্রচার সম্পাদক জয়নাল অাবদ্দীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম মুমু, ঘুমধুম ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ডা: মো; শাহজাহান, সোনাইছড়ি ইউনিয়নের কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মো: বশির,বাইশারী ইউনিয়ন সাধারণ সম্পাদক মো: অাবু জাফর প্রমূখ।এ ছাড়াও র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কমিউনিটি পুলিশিং সদস্য, পুলিশ সদস্য সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।