প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ২২:২৪
নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়ক শিবপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে মোশাররফ হোসেন (৬০) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মোশাররফ জেলার শিবপুরের ঘাসিরদিয়া পুকুরপাড় গ্রামের মৃত মহাজ উদ্দিনের পুত্র। শনবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ঘাসিরদিয়া এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।সংবাদ পেয়ে বাসটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সাংবাদিকদের জানায়, কিশোরগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সামনের চাকা ফেটে যায়।এতে যাত্রীবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মোশাররফ হোসেনকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়।তবে বাসটির যাত্রীদের কেউ হতাহত হয়নি।সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ খাদ থেকে বাসটি উদ্ধার করেছে বলে জানিয়েছেন ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক জহিরুল ইসলাম।