প্রকাশ: ৩০ অক্টোবর ২০২০, ১৭:৩৪
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে নবগঠিত বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ জেলা,সদর উপজেলা ও পৌর শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়মে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ জেলা শাখার সভাপতি শিকদার চাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ,মানবিক পিরোজপুর ও বাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খান, উদ্বোধক জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু,
বিশেষ অতিথি আওয়ামীলীগ নেত্রী কাজী রুহিয়া বেগম হাসি, কৃষকলীগের সহ-সভাপতি বাবুল হালদার, জেলা পুজা উদ্যাপন পরিষদের আহবায়ক গোপাল চন্দ্র বসু,জেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদ হোসেন শেখ পিরু,জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শফিউল হক মিঠু, জেলা যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক জিয়াউল আহসান জিয়া, শ্রমিকলীগরে সাধারন সম্পাদক আলমগীর হোসেন,পৌর সেচ্ছাসেবক লীগের আহবায়ক জহিরুল হক টিটু, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমেদ রাসেল প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ জেলা শাখার সাধারন সম্পাদক রাসেল সিকদার।