মা ইলিশ রক্ষায় চরফ্যাশনে সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১৪ই অক্টোবর ২০২০ ১০:২১ পূর্বাহ্ন
মা ইলিশ রক্ষায় চরফ্যাশনে সভা

মেঘনা নদীতে সকল ধরনের মাছ শিকারে ২২দিনের নিষেধাজ্ঞা সামনে রেখে' মা ইলিশ রক্ষায় করণীয়' শীর্ষক এক মতবিনিময় সভা চরফ্যাশনে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৩অক্টোবর) বিকেলে উপজেলার দক্ষিণ আইচা থানার চর- মানিকা কোস্টগার্ডের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইলিশ প্রজননকালে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে সকল ধরনের মাছ শিকারে আগামী ১৪অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার জন্য জেলেদের শপথ করান কোস্ট গার্ড। 

মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা মৎস্য অধিদপ্তরের সহযোগীতায় চর কচ্ছপিয়া নিলিমা জ্যাকব মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, আগামী ১৪ অক্টোবর থেকে ৪নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় সব ধরনের মৎস্য শিকার থেকে বিরত থাকতে হবে। বাংলাদেশ সরকার জেলেদের জন্য এ নিষেধাজ্ঞার সময় বিশেষ চালের ব্যবস্থা করেছে। দেশ অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছে আমাদের সকলের প্রচেষ্টায়। 

আর তাই ইলিশ শিকার বন্ধ করে মাছের প্রজননে সুযোগ করে দিলে বাংলাদেশের মৎস্য ভান্ডার ব্যাপকভাবে পূর্ণতা পাবে।বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন আউট পোষ্ট চরমানিকা কন্টিজেন্ট কমান্ডার সুলতাল আলীর সভাপতিত্বে ও ইএন-১ বাবর আলীর সঞ্চালনায়সভায় উপস্থিত ছিলেন, দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আলী আহাম্মদ, ক্ষেত্র সহকারী মৎস্য অফিসার মীর আনিসুজ্জামান প্রমুখ।