প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৯
খাগড়াছড়ি শহর ও স্বনির্ভর বাজার এলাকায় পাহাড়ি ও বাঙালি ছাত্র জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং দোকান ভাঙচুরের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় স্বনির্ভর বাজারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম এ তথ্য জানান।