প্রকাশ: ১১ অক্টোবর ২০২০, ২৩:৩১
বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের উত্তর বাউশিয়া ৯ নং ওয়ার্ডে লাবনী আক্তার(১৭) নামে একজন মাদ্রাসার ছাত্রী মধ্য রাতে নিজ ঘরে ধর্ষনের শিকার হয়েছে। লাবনী বাহেরচর মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এবং মৎস্যজীবি কালাম সরদারের মেয়ে। এলাকার সাধারণ জণগন ধর্ষককে আটক করে থানায় খবর দিলে এস আই ফারুক ধর্ষককে হিজলা থানায় নিয়ে আসে।হিজলা থানার তথ্য মতে জানা যায়, একই এলাকার বাহেরচর মাদ্রাসার দাখিলের ছাত্র মোঃ ইসমাইল হোসেন ঢালী সে মৎস্যজীবি বাকের ঢালীর ছেলে লাবনীর সাথে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
এরপর বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করতে থাকে। বিষয়টি মেয়ের পরিবার বিয়ের মাধ্যমে মীমাংসা করতে চাইলেও ছেলের বাবা রাজি নন। শনিবার ১০ অক্টোবর ছেলেটি রাতে মেয়ের বাড়িতে ঢুকে ধর্ষণে লিপ্ত হলে এলাকাবাসী টের পেয়ে ঐ বাড়ির চারপাশে ঘিরে রাখে। কয়েকজন ঘরের মধ্যে ঢুকে খাটের নিচ থেকে ধর্ষক ইসমাইলকে আটক করে। রবিবার ১১ অক্টোবর সকাল ১১ টায় হিজলা থানায় ধর্ষিতা লাবনী উপস্থিত হয়ে ইসমাইলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। হিজলা থানার অফিসার ইনচার্জ(ওসি) অসীম কুমার সিকদার জানান, হিজলা থানায় ধর্ষণ মামলাটি গ্রহণ করা হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হবে।