প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৫
পটুয়াখালীর পর্যটন উপজেলা কলাপাড়ার বাসিন্দাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে। অবশেষে কুমিল্লার লাকসাম উপজেলার ইউএনও কাউছার হামিদকে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।