প্রকাশ: ১১ অক্টোবর ২০২০, ১৮:৩৯
ধর্ষণ,হত্যাসহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতা, নির্যাতনের দ্রুত বিচার ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবীতে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা চত্বরে নাগরিক উদ্যোগের আয়োজনে ‘‘নারী নির্যাতন বন্ধ কর, সম-মর্যাদা প্রতিষ্ঠা কর’’এই শ্লোগানকে সামনে রেখে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,
কাউখালী উপজেলা নাগরিক অধিকার দল এর সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, নাগরিক উদ্যোগের এরিয়া অফিসার উত্তম কুমার রায়, সহকারী এরিয়া অফিসার মোঃ রকিবুল ইসলাম, সমাজ সেবক আঃ লতিফ খসরু, মহিলা পরিষদের আন্দোলন সম্পাদিকা মাহফুজা খাতুন প্রমুখ।