প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ২৩:১৭
গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ আগুনে ৮াট কক্ষ সম্পুর্ন পুড়ে ছাই হয়েছে। শনিবার সকালে কালিয়াকৈর পৌরসভার বাথানবাড়ি মহল্লার জাকির হোসেনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওই দিন সকালে কালিয়াকৈর পৌরসভার বাথানবাড়ি এলাকার জাকির হোসেনের বাড়িতে আগুন লাগে। এসময় বাড়ির লোকজনের ডাকচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়।
যথাসময়ে খবর পেয়েও রাস্তা না থাকার কারণে শত চেষ্টা করেও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়। ওই ফাঁকে আগুনের লেলিহান শিখায় ওই বাড়ির ৮টিকক্ষ সম্পুর্ণ ভস্মীভূত হয়। সংবাদ পেয়ে কালিয়াকৈর পৌরসভার মেয়র মো: মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও খাবার বিতরণ করেন। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, আমরা অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে রওয়ানা হই। কিন্তু ঘটনাস্থলে যাওয়ার রাস্তা না থাকায় শত চেষ্টা করেও আমরা ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি। ইতিমধ্যে আগুনের লেলিহান শিখায় ওই বাড়ির ৮টি কক্ষ সম্পুর্ণ ভস্মিভূত হয়।