প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২০, ২১:১
নরসিংদীর পলাশে থানা পুলিশের পৃথক অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী রোকসানা আক্তার (আকিনা) ও ১০০ পিস ইয়াবাসহ শরিফ (হাতকাটা শরিফ)কে গ্রেফতার করেছে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ। শুক্রবার রাতে ঘোড়াশাল ফাঁড়ি ইনচার্জ জহিরুল আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘোড়াশাল পৌর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন,
ঘোড়াশাল পৌরসভার ঘোড়াশাল বাসট্যান্ড এলাকার মৃত লাল মিয়ার মেয়ে রোকসানা আক্তার ( মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি) ও ঘোড়াশাল খালিশখার টেক গ্রামের দুলাল মিয়ার ছেলে শরিফ (হাতকাটা শরিফ)কে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তথ্যটি নিশ্চিত করে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ (পরিদর্শক) জহিরুল আলম বলেন, গ্রেফতারকৃতরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে পৃর্বে একাধিক মামলা রয়েছে।