প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২০, ২৩:৪
বরিশালে র্যাবের অভিযানে ১ হাজার ৯৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক বিক্রির ১ লক্ষ ৯০ হাজার ৯৩০ টাক্ওা উদ্ধার করা হয়েছে এই অভিযানে। শুক্রবার র্যাব ৮ এর সদর দপ্তর থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পরবর্তীতে র্যাব সদস্যরা তল্লাসী চালিয়ে ১ হাজার ৯৪০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ১ লক্ষ ৯০ হাজার ৯৩০ টাকা উদ্ধার করে।পলাতক মহিউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে। সিপিএসসি’র ডিএডি নূর ইসলাম বাদী হয়ে জেলার উজিরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করেন।