শোক দিবসে নুসা'র উদ্যোগে বন্যা ও ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
মেহেদী হাসান, জেলা প্রতিনিধি ভেদরগঞ্জ (শরিয়তপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৭শে আগস্ট ২০২০ ০১:৫৬ অপরাহ্ন
শোক দিবসে নুসা'র উদ্যোগে বন্যা ও ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নড়িয়া উন্নয়ন সমিতি নুসা'র উদ্যোগে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা ও নওপাড়া ইউনিয়নের ৩৫০ জন পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাউল,২ কেজি ডাল, ২ লিটার তৈল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ টি সাবান।

প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন নুসা’র ভাইস চেয়ারম্যান, বঙ্গবন্ধু গবেষনা পরিষদের আহবায়ক, ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মানবীক ডা,খালেদ শওকত আলী।এসময় উপস্থিত ছিলেন নুসা’র উপ-পরিচালক-জয়দেব চন্দ্র কুন্ডু, সহকারী পরিচালক,মো: জাহাঙ্গীর হোসেন, মো: কবির হোসেন, মো: শরীফুল ইসলাম, অডিটর মো: ফারুক হেসেন, এরিয়া ম্যানেজার মো: মনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান ঢালী, আওয়ামীলীগ নেতা আল-আমিন হামজাসহ যুবলীগ,সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।