বরিশালের অভ্যন্তরীণ রুটে সবধরনের লঞ্চ চলাচল শুরু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে এ লঞ্চ চলাচল শুরু হয় বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের টিআই মো. কবির হোসেন।
তিনি জানান, গত বুধবার (২৬ আগস্ট) বরিশাল নদী বন্দরে দুই নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়া বৈরী আবহাওয়াও বিরাজ করছিল। এজন্য বুধবার সকাল থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তবে আবহাওয়ার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে লঞ্চ চলাচল আবারও শুরু হয়েছে।