প্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ৩:২২
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার আসামি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য কনস্টেবল আব্দুল্লাহ।
বুধবার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এপিবিএন সদস্য। সন্ধ্যায় জবানবন্দি শেষ হওয়ার পর তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। এই মামলায় এপিবিএনের অপর দুই সদস্য হলেন, উপপরিদর্শক শাহজাহান ও কনস্টেবল রাজীব।