প্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ১৭:৪৪
শরীয়তপুর জেলার কোর্ট চত্বর থেকে ভেদরগঞ্জে পাওয়ানা টাকা আনতে যাওয়ার কথা বলে নিখোঁজ আইনজীবীর সহকারী খোকন সরদার (৩৮), ৪৯ দিনেও উদ্ধার করতে পারেননি পুলিশ।গত ৮ জুলাই ২০২০ বুধবার বিকাল ৫টার দিকে শরীয়তপুরের তুলাসার স্কুল সংলগ্ন ভাড়া বাসা থেকে ভেদরগঞ্জে যাওয়ার জন্য রওয়ানা হয় খোকন সরদার। খোঁজাখুঁজি করেও খোকন সরদারকে না পেয়ে ৯ জুলাই পালং মডেল থানায় সাধারণ ডায়েরি করেন তার পরিবার।
নিখোঁজের ৪৯ দিন পার হয়ে যাওয়ার পরেও এখনো খোকন ভাইকে উদ্ধার করা যায়নি। আমাদের পরিবার খুবই দুর চিন্তায় রয়েছে । আল্লাহ যেনো আমার ভাইকে ভালো ভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেয়।এ ব্যাপারে পালং মডেল থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা বিজন বলেন, খোকন সরদার নামে একজনে নিখোজের জিডি হয়েছে। খোঁজার ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে, বিষয়টি গুরুত্ব দিয়ে উদ্ধারের কাজ চলছে।