প্রকাশ: ২৫ আগস্ট ২০২০, ২২:৫৫
হাতিয়া উপজেলার নদীভাঙন কবলিত এলাকায় জরুরী ভিত্তিতে ৫০ লক্ষ টাকার জিও ব্যাগ এবং সাড়ে সাত কিলোমিটার বেড়িবাঁধ নির্মানের ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মোহাম্মদ আলী।
নদী ভাঙন কবলিত এলাকা ও জোয়ারে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি, ফসলের ক্ষেত পরিদর্শনের পর আফাজিয়া বাজার বনিক সমিতি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। হাতিয়াতে ৮ কিলোমিটার ব্লকের কাজ একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং এবিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি রয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ, বাবলু চেয়ারম্যান, মহিউদ্দিন মুহিনসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমীকলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক এবং সর্বস্তরের জনগন।উল্লেখ্য, গত কয়েকদিনের প্রবল জোয়ারে হাতিয়া দ্বীপের অধিকাংশ এলাকা প্লাবিত হওয়ার পর আজ সরেজমিন পরিদর্শনে এসে তিনি এ ঘোষণা দেন।