টাঙ্গাইলে ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে সোমবার (২৪ আগস্ট) রাতে গ্রেফতার করেছে টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি-৩ কোম্পানী।গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলার করটিয়া পূর্ব পাড়ার মো. মোতালেব মিয়ার ছেলে মো. রাজন (২৭) ও একই এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. রুবেল মিয়া (৩২)।র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মো. রওশন আলী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে করটিয়া উত্তর পাড়ার বাদল মিয়ার অটোরিক্সার গ্যারেজের সামনে থাকে তাদের গ্রেফতার করা হয়।এ সময় তাদের নিকট হতে ১০৫ পিস ইয়াবা, ৩টি মোবাইল সেট, ৪টি সিমকার্ড, ১টি পালসার মোটরসাইকেল ও নগদ একশত টাকা উদ্ধার করা হয়।এই ঘটনায় টাঙ্গাইল সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।