প্রকাশ: ২৫ আগস্ট ২০২০, ১৫:৪৯
প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপের পরিচালক ও চামড়া শিল্প প্রতিষ্ঠান এসএএফ’র ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শেখ মমিন উদ্দিন। গতকাল সোমবার সন্ধ্যার দিকে ঢাকার মগবাজারে অবস্থিত আদ্ব-দীন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এরপর তিনি রুগ্ন কারখানাটিকে আধুনিকীকরণ করে দেশের শ্রেষ্ঠ চামড়া কারখানায় পরিণত করেন। ২০০৯, ২০১০, ২০১১ সালে চামড়া ও চামড়াজাত পণ্য বিদেশে রপ্তানির জন্য তিনি জাতীয় রপ্তানি ট্রফি (স্বর্ণ) অর্জন করেন। তিনি কমার্শিয়াল ইম্পরটেন্ট পার্সন (সিআইপি) ছিলেন।