করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। দেশে গত মার্চের শুরুর দিকে কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর এই ব্যাধিতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৯৮৩ জনে।সোমবার দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৮২টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৪৮৫ জনের শরীরে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯৭ হাজার ৮৩ জন। এর মধ্যে নতুন করে ৩ হাজার ৭৮৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৮৭৫ জন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।