বশেমুরবিপ্রবির কম্পিউটার চুরির তদন্ত দলে দুই সদস্য স্থলাভিষিক্ত

নিজস্ব প্রতিবেদক
রিফাত নূর রাব্বী, বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ২৩শে আগস্ট ২০২০ ০৩:২১ অপরাহ্ন
বশেমুরবিপ্রবির কম্পিউটার চুরির তদন্ত দলে দুই সদস্য স্থলাভিষিক্ত

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরি থেকে কম্পিউটার চুরির ঘটনায় গঠিত সাত সদস্যের তদন্ত কমিটির একজনকে অব্যহতি ও একজনের পদত্যাগের পরেই তদন্ত কমিটিতে নতুন দুইজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

রবিবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে ঈদ-উল-আযহার ছুটি থাকাকালীন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে কম্পিউটার/কম্পিউটার যন্ত্রাংশ চুরি যাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির দুই সদস্যের পদত্যাগ গৃহিত হওয়ায় নিম্নোক্ত ব্যক্তিবর্গকে উক্ত কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত  করা হলো। তাঁরা হলেন- ড. মো: শরাফত আলী, শিক্ষার্থী উপদেষ্টা, বশেমুরবিপ্রবি ও তুহিন মাহমুদ, উপ-পরিচালক (পউও), বশেমুরবিপ্রবি।

ইতিপূর্বে কম্পিউটার চুরি ঘটনার গঠিত তদন্ত কমিটির সদস্য থেকে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোঃ নজরুল ইসলামকে গত ১৯ আগস্ট অব্যহতি দেয়া হয় এবং তদন্ত কমিটির আরেক সদস্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী এস. এম. এস্কান্দার আলী গত ২০ আগস্ট পদত্যাগ করেন।

প্রসঙ্গত, বশেমুরবিপ্রবির ৪৯ টি  কম্পিউটার চুরির ঘটনা ক্ষতিয়ে দেখতে গত ১০ আগস্ট আইন অনুষদের ডিন মো. আব্দুল কুদ্দুস মিয়াকে প্রধান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এই ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে আটক ও জিজ্ঞাসাবাদ করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।