প্রকাশ: ২২ আগস্ট ২০২০, ২২:২৩
জাতীয় পার্টি (জাপা) গণমানুষের আস্থার একমাত্র দল বলে জানিয়েছেন জাপা চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।তিনি বলেন, সাফল্যের সঙ্গে দেশ পরিচালনায় অভিজ্ঞ জাপার ওপর গণমানুষের আস্থা রয়েছে। সাধারণ মানুষ জাপাকে আরও শক্তিশালী দেখতে চায়। তাই দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জি এম কাদের।শনিবার (২২ আগস্ট) রাজধানীর উত্তরায় জাপা চেয়ারম্যানের বাসভবনে কুমিল্লা উত্তরের নেতাদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি।
মাখন সরকার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, নির্বাহী সদস্য মো. আলমগীর হোসেন, এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম, কুমিল্লা উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক নূর আলম সিদ্দিকী, ফেরদৌসি বকুল, হোমনা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মেহেদী হাসান, হোমনা উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হাজি মোবারক হোসেন, হোমনা উপজেলা ওলামা পার্টির সভাপতি হাফেজ মো. দেলোয়ার হোসেন সাইফী, ছাত্র সামজের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহম্মদ।