পদ্মা নদীর তীব্র ভাঙনের কারণে শিমুলিয়া ফেরিঘাট বন্ধ করে দিয়েছেন বিআইডব্লিউটিএ। এজন্য বিকল্প পথ পাটুরিয়া-দৌলদিয়া ফেরিঘাট ব্যবহারের অনুরোধ করেছে সংস্থাটি।শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যার পর শিমুলিয়া ঘাটের বিষয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ।
শিমুলিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক শাফায়েত আহম্মেদ বলেন, পদ্মার তীব্র স্রোতের কারণে ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে গেছে পদ্মাসেতুর কনস্ট্রাকশান ইয়ার্ডের কিছু অংশ। সে সময় বেশ কিছু মালামাল নদীতে ডুবে যায়। এ কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।ফেরি সার্ভিস কখন স্বাভাবিক হবে তা পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
মাওয়া ট্রাফিক ইনচার্জ (টিআই) মো. হিলাল উদ্দিন জানান, শিমুলিয়া ঘাট এলাকায় ছোট-বড় সব যানবাহন দৌলদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে পারাপারের ব্যবস্থা করা হয়েছে।পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, আকস্মিক ভাঙন দেখা দেওয়ার পর তা প্রতিরোধে ওই এলাকায় জিও ব্যাগ ভর্তি বালুর বস্তা ফেলা হয়েছে।