প্রকাশ: ৩১ জুলাই ২০২০, ২১:১৪
আগামীকাল ঈদুল আযাহা কিন্তু আজ শুক্রবার(৩১ জুলাই) বরিশালের আগৈলঝাড়ায় জমে উঠেনি গরুর-ছাগলের হাট।উপজেলায় অস্থায়ীভাবে তিনটা গরুর হাট বসলেও ক্রেতা কম থাকায় বিপাকে পরেছে গরু বিক্রেতা।
তারা বলছেন করোনা ভাইরাসের কারনে গত বছরের চেয়ে এ বছর কোরবানি গরু কেনার ক্রেতা খুবই কম এবং গরুর দামও খুবই কম বলছে ক্রেতারা। যে সব ক্রেতা একটা গরু কিনতে আসছে তাদের সাথে দেখা যায় ৭-১০ জন লোকআসছে।এতে করে করোনা সংক্রামনের ঝুঁকি থেকে যায়।এবং এ বছর গরুর খরচের টাকাও উঠবেনা বলেছেন গরু বিক্রেতারা।
গরুর হাট কমিটির সভাপতি গৈলা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু বলেন স্বাস্থ্য বিধি মেনে পশুর হাটে চলাচল এবং সকলকে মাস্ক পড়ার জন্য ব্যবস্থা করা হয়েছে।