প্রকাশ: ৩১ জুলাই ২০২০, ২০:৩৭
মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ঘাটে ব্যক্তিগত গাড়ি ও যাত্রীবাহী পরিবহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখো যাত্রী, পরিবহন চালক ও শ্রমিকরা।দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাতায়াতের অন্যতম পথ হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথ।
নদীতে প্রবল স্রোত থাকায়ে ফেরি ঠিক সময়ে ঘাটে পৌঁছাতে পারছে না। এতে ট্রিপ সংখ্যা কমে গেছে। তাছাড়াা ঈদের কারণে এই রুটে অনেক গাড়ি চলে এসেছে। ফলে ঢাকা পাটুরিয়া মহাসড়কের মানিকগঞ্জ এলাকায় যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন আটকে পড়া যানবাহনের লোকজন।