প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০:৩৯
চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানার শিক্ষানবিশ এক সাব ইন্সপেক্টর (পিএসআই) নিহত হয়েছেন। সে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যার প্রবাসী আবুল কালামের ছেলে।বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে নগরের মেরিনার্স রোডে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিহত এহসানুল হক (৩০) পিএসআই হিসেবে জেলা পুলিশের অধীনে চট্টগ্রাম আদালতে কর্মরত ছিলেন।
মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল আদালতে আসার সময় বাসের ধাক্কায় এহসানুল হক মারা যান। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।ধাক্কা দেয়া এস আলমের ওই বাসটিকে জব্দ করা হয়েছে বলে জানান ওসি মোহাম্মাদ মোহসীন।রাত এহসানুল হকের জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে পরিবার সুত্রে জানা গেছে