প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ২০:৫৬
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোভিড-১৯ মহামারি অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। শেখ হাসিনার নিরলস শ্রম, মানবিক নেতৃত্ব ও দক্ষতার কারণে অন্যান্য দেশের তুলনায় আমাদের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসময় সতর্ক করে দিয়ে বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে বলে এ নিয়ে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। যেকোনো সময়ে তা অবনতির দিকে যেতে পারে।