ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহর গ্রেফতারের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।আজ বুধবার বারোটার দিকে চান্দুরা ডাকবাংলো মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এমদাদ সাগরের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সদস্য কাজী আশিকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক কামরুল হাসান সোহান সহ উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মী বৃন্দ। এসময় মাসুম বিল্লার মুক্তির দাবী জানানো হয়।