প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ১৯:৫৭
বরিশালের আগৈলঝাড়ায় বাইপাস চৌরাস্তায় থেকে গরু চুরি করেছে দুর্বৃত্তরা।আগৈলঝাড়া উপজেলার বাইপাস চৌরাস্তার তেলের পাম্প সংলগ্ন খালেক ফকিরের ঘর থেকে গতকাল মঙ্গলবার মধ্য রাতে তার গোয়াল ঘর থেকে একটি গাভী চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা।গাভীর আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।
খালেক ফকির বলেন, আমার সকল উপার্জনের টাকা দিয়ে আমি এই গরু কিনে লালন-পালন করেছিলাম। আমার এই গাভী প্রতিদিন ৪ কেজি করে দুধ দিতো।সেই আটাকা দিয়ে আমি সংসার চলাতাম। এখন আমার উপার্জনের কিছুই নাই আমি শেষ হয়ে গেলাম।এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন আমার এ বিষয়ে জানা নেই লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।