প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ১৮:৪৯
করোনা ভাইরাস এবং বন্যার প্রভাবে জনজীবন বিপর্যস্ত। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা নদীর পানি। বন্যার কবলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার প্রবেশদ্বার হিসাবে পরিচিত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট। প্রকৃতির এই বিপর্যয়ে স্বস্তির ঈদযাত্রার আশা দৌলতদিয়া ঘাট সংশ্লিষ্টদের। এদিকে লঞ্চ চলাচলও স্বাভাবিক রয়েছে।
রাজবাড়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ঈদে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দৌলতদিয়া ফেরিঘাট ও গোয়ালন্দ মোড় এলাকায় জেলা পুলিশের ৬০ সদস্য এবং এপিবিএন আর ৫০ জন সদস্য কাজ করছে।