প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ২২:৬
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পূর্ব বলিপাড়া গ্রামে রাশেদা আকতার (২৪) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় আহত তার স্বামী ওমর ফারুক কে পুলিশ আটক করেছে।মঙ্গলবার (২৮ জুলাই) ভোররাতে উপজেলার পূর্ব বলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের স্বামী ওমর ফারুক জানান, ভোররাতের দিকে অজ্ঞাত পরিচয় ৪-৫ জন ব্যক্তি ঘরে ঢুকে অতর্কিতভাবে কুপিয়ে তার স্ত্রীকে খুন করে। এ সময় তাকেও কুপিয়ে আহত করে তারা।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের মাধ্যমে এঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হবে বলেও জানান তিনি।