প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ১৫:৪০
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু মারা গেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেলে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তার স্বাস্থ্যের অবনতি হলে গতরাত দুইটার দিকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।পরে সেখানেই মারা যান তিনি।
অবস্থার অবনতি হলে রাত দেড়টার দিকে শফিউল বারী বাবুকে আনোয়ার খান মডার্ন হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শোক জানানো হয়।